লকডাউনের মধ্যে ৫’শ মানুষের ভোজ বন্ধ করে দিল প্রশাসন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায় গতকাল শুক্রবার প্রয়াত শান্তি রাম দাসের স্মরণে পরিবারের পক্ষে আয়োজন করা হয়েছিল পাঁচ’শ মানুষের ভোজ। সরকারি ভাবে নিষেধ রয়েছে বড় পরিসরে এই ধরণের ভোজ আয়োজন অথবা জনসমাবেশ না করার। আইন না মেনে সকাল থেকে দলে দলে যোগদান করছিল এই আয়োজনে। সারি সারি টেবিল সাজিয়ে চলছিল অতিথি অপ্যাপয়ন। এমন সংবাদ পেয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ওই আয়োজন দ্রুত বন্ধ করতে ফোনে নিদ্দেশ প্রদান করেন থানা পুলিশ ও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়াকে। ইউএনও এই নিদ্দেশ পেয়ে সেখানে ছুঁটে যান বাবুল মিয়াসহ পুলিশ দল। আয়োজকগণ জনপ্রতিনিধি ও পুলিশ দেখে তড়িগড়ি করে ভোজ আয়োজন বন্ধ করে দিয়ে লকডাউনের মাঝে এই ধরণের ভোজ আয়োজন করায় দুঃখ প্রকাশ করে খাবার পরিবেশন বন্ধ করে দেয়। এরপর একে এক করে চলে যায় আমন্ত্রিত অতিথিরা। জানা যায় এই অয়োজনের জন্য দায়িত্ব নিয়ে আয়োজকদের উদ্ধুদ্ধ করেছিলেন পাড়ার পশু চিকিৎসক জনৈক শ্যামল দাস ।