শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের দইল্যা টিলা, ডাবুয়া ইউনিয়নের বটতইল্যা টিলা এলাকার মুজিব বর্ষ উপলক্ষে সরকারী খাসঁ জমিতে নির্মান করা ঘরে পুনঃবাসনকারী ৫৯ টি কর্মহীন ভুমিহীন পরিবারের সদস্যরা পেলেন প্রধান মন্ত্রীর খাদ্য উপহার । করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউন ঘোষনার পর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দ্বারা কর্মহীন হয়ে পড়ে । কর্মহীন দরিদ্র ভুমিহীন পরিবারের সদস্যদের প্রধান মন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয় । গতকাল ৯ জুলাই শুক্রবার বিকালে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দ্বাদের মধ্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্র সামগ্রী বিতরন করা হয় । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্টিত খাদ্য সামগ্রী বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল। এতে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী,আওয়ামী লীগ নেতা রুনু ভট্টচার্য্য।











