চবি উপাচার্যের কাছে ১২ দাবি শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের জন্য শাটল ট্রেনের পাশাপাশি আলাদা বাস সার্ভিস চালুসহ ১২ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে সম্মিলিত গণতান্ত্রিক শিক্ষার্থী সংসদ।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে সংগঠনটির সংগঠক এনামুল হক আরাফাতের নেতৃত্বে এ স্মারকলিপি দেওয়া হয়।

এসময় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী স্মারকলিপি গ্রহণ করে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।

দাবিগুলো হল- শাটল ট্রেনের বগি বৃদ্ধি, বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে বটতলী স্টেশন পর্যন্ত ডাবল লাইন, ক্যাম্পাসের জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতির সংস্কার, শাটল ট্রেনে পুলিশের সংখ্যা বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য আলাদা বাস সার্ভিসহ আরও কয়েকটি দাবি দেওয়া হয়।

এনামুল হক আরাফাত বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পরিবহন সমস্যা রয়েছে। অথচ বিশ্ববিদ্যালয়ে এতো উন্নয়ন হলেও শিক্ষার্থীদের সমস্যাটা সমাধান করা হয়নি। আমরা পরিবহন সংকট নিরসনে উপাচার্যের কাছে শাটল ট্রেনের বিগি বৃদ্ধির পাশাপাশি আলাদা বাস সার্ভিস চালু করার দাবি জানিয়েছি।

উপস্থিত ছিলেন শরীফ উদ্দিন, কাজী পাপন, মিজানুর রহমান খান, সাদাফ খান, আলমগীর, আশরাফুল আলম চপল, রনি তালুকদার ,কনক সরকার, খিজির মির্জা প্রমুখ।