ফিরিঙ্গীবাজার লাকী ষ্টার ক্লাবের টেবিল টেনিস কমিটি গঠিত

আসন্ন সিজেকেএস টেবিল টেনিস টুর্ণামেন্ট ২০১৯-২০২০ এ অংশগ্রহণকারী ফিরিঙ্গীবাজার লাকী ষ্টার ক্লাবের টেবিল টেনিস কমিটি গঠনের লক্ষ্যে এক সভা ক্লাবের অস্থায়ী কার্য্যালয়ে সভাপতি ও ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর শাহাদাত হোসেন, সিজেকেএস কাউন্সিলর ডাঃ তিমির বরণ চৌধুরী, অনুপ বিশ্বাস, ক্লাবের কর্মকর্তা খোরশেদ আলম রহমান, তাজউদ্দিন রিজভী, সাইফুদ্দিন আহমেদ, মোঃ জাহাঙ্গীর আলম, অসিউর রহমান, জুয়েল রহমান, অনিন্দ্য দেব প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে অসিউর রহমানকে চেয়ারম্যান, জুয়েল রহমানকে ম্যানেজার ও ওমর ফারুক সুমনকে সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট টেবিল টেনিস কমিটি গঠন করা হয়।