দেশের মানুষের প্রত্যাশা দ্রুত নির্বাচন- আবু সুফিয়ান

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, দীর্ঘ বছর আমরা সুষ্ঠু নির্বাচন পাইনি। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি। জুলাইয়ের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জন করেছি, সে অর্জনের মধ্য দিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশে পরিণত করার স্বপ্ন দেখছি। সে স্বপ্নকে বাস্তবে রুপ দিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন দেশের মানুষের প্রত্যাশা দ্রুত নির্বাচন। সেই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন। একটি কঠিন সময়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। আমরা তাদের পূর্ণ সমর্থন করছি। কিন্তু সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা যাবে না। নির্বাচন যত দেরীতে হবে, ফ্যাসিবাদের ডালপালা তত মেলতে থাকবে। নৈরাজ্য ও বিশৃঙ্খলা বাড়তে থাকবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশ রাষ্ট্রকাঠামোকে ভেঙে চুরমার করে ফেলেছে। এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হবে। রাষ্ট্র সংস্কারে বিএনপি ৩১দফা প্রণয়ন করেছে। বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের ৩১ দফায় অন্তর্ভুক্ত রয়েছে। ৩১ দফা বাস্তবায়নের ভেতর দিয়ে বাংলাদেশের মালিকানা হবে দেশের সব জনগণের।

২০ এপ্রিল (বার) বিকেলে ০৪নং চান্দগাঁও ওয়ার্ড এর ঢালিপাড়া, অদুরপাড়া এলাকায় গণসংযোগ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মরহুম শরীফ উদ্দিন খান এর কবর জেয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের খোঁজ-খবর নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন আহম্মেদ, সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নকীব উদ্দিন ভুইয়া, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়া। বক্তব্য রাখেন বিএনপি নেতা আলমগীর খান, গোলজার হোসেন, সালামত আলী, মনসুর আলম, নুরুল আমিন, আরিফুল ইসলাম, মোরশেদ কামাল, আজম খান, নওশাদ আল জাসেদুর রহমান, জহিরুল ইসলাম, মো. বাবলু, আব্দুল হাকিম, কামাল হোসেন খোকন, নাজিম উদ্দিন,আজম খান, মানিক চৌধুরী, মো.আফসার, মো. পারভেজ, মামুন, নিজাম উদ্দিন, জিয়াউর রহমান, মো. রুবেল, মো. সেলিম, নিজামুদ্দিন রিয়াদ, মো. আলী, ইউসুফ আলী লিটন, ইব্রাহিম মানিক, সেলিম উদ্দিন, আফসার, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, জালাল উদ্দিন, মো. ইকবাল প্রমুখ।