চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
রোববার (২০ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রিপরিষদ সচিব বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রকে প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রদান সংক্রান্ত ডি.ও পত্রটি এতদ্সঙ্গে প্রেরণ করা হলো (কপি সংযুক্ত)। বর্ণিত ডি.ও পত্রের বিষয়ে সদয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে বিনীত অনুরোধ করা হলো।’
এর মাধ্যমে মেয়র শাহাদাতের প্রতিমন্ত্রীর মর্যাদা প্রাপ্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো বলে মনে করা হচ্ছে।
২০২১ সালের চসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম বিজয়ী হন। তবে কারচুপির অভিযোগে বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন মামলা করেন। আদালতের রায়ে নির্বাচন বাতিল করে তাকে বৈধ মেয়র ঘোষণা করা হয়। পরে ৫ নভেম্বর ২০২১ তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে চসিকের ইতিহাসে মাহমুদুল ইসলাম চৌধুরী, মীর নাছির উদ্দিন, এবি এম মহিউদ্দিন চৌধুরী ও রেজাউল করিম চৌধুরী প্রতিমন্ত্রীর মর্যাদা পান। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন বিএনপির মেয়র ডা. শাহাদাত হোসেন।