হজরত আবদুল জলিল শাহার ওরশ সম্পন্ন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার মোহাম্মদপুর গ্রামের আধ্যতিক সাধক হজরত অধ্যাপক হজরত আবদুল জলিল মুহাম্মদ মহিউল ইসলাম (রঃ) এর বার্ষিক ওরশ শরীফ গত ১৬ জানুয়ারী শনিবার দিবাগত রাত থেকে মোহাম্মদপর দরবার শরীফে অনুষ্টিত হয় । ওরশ শরীফ উপলক্ষে খতমে কোরআন, খতমে গাউসিয়া, তাওলাদে গাউসিয়া, মিলাদ মাহফিল অনুষ্টিত হয় । শাহাজাদা মহিউদ্দিন জিলানীর সভাপতিত্বে অনুষ্টিত মাহফিল ও বিভিন্ন কর্মসুচিতে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর জানে আলম জনি, ৭নং রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম জসিম উদ্দিন হিরু, রাউজান প্রেস ক্লাবের সাব্কে সভাপতি মীর আসলাম, বর্তমান সভাপতি শফিউল আলম, রাউজান প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক এস এম ইউছুপ উদ্দিন, সাধারন সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের, রাউজান প্রেস ক্লাবের সদস্য কামরুল ইসলাম বাবু, মাইজভান্ডারী একাডেমির সদস্য কে এম বেলাল হোসেন মাইজভান্ডারী, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা সমন্বয়ক আনিস উল খান বারর, নাজিম উদ্দিন কালু, কাজী আসলাম উদ্দিন প্রমুখ । মাহফিল শেষে আগত আশেক ভক্তদের মধ্যে তবরুক বিতরন করা হয় ।