দুবার জীবন পেয়ে লাবুশানের সেঞ্চুরি

ব্রিসবেন টেস্টে বৃহস্পতিবার মোহাম্মদ সিরাজ আর শারদুল ঠাকুরে ভরসা করে মাঠে নামে ভারত।

শুরুতে জাসপ্রিত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিনের অভাব বুঝতেই দেননি সিরাজ-শারদুলরা।

১৭ রানের মধ্যে অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে সাজঘরে ফেরান তারা। সিরাজের বলে মাত্র ১ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার। মার্কুস হ্যারিস ২৩ বল মোকাবেলা করে সেট হওয়ার আগেই ৫ রানে ফেরেন শারদুলের বলে।

সময়ের সেরা অসি ব্যাটসম্যান স্টিভ স্মিথও ইনিংস লম্বা করতে পারেননি। ৭৭ বল খেলে ৩৬ রানে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন স্মিথ।

বলতে গেলে আনকোরা বোলিং লাইনআপ নিয়েও স্বাগতিকদের ব্যাটিং লাইনআপে কাঁপন ধরিয়েছেন ভারতীয় পেসাররা। তবে সেই ধাক্কা পুরোপুরি সামলে নিয়েছেন মার্নাস লাবুশান।

এ জন্য অবশ্য ভারতীয় ফিল্ডাররাই দায়ী। দুই-দুবার লাবুশানের ক্যাচ ফেলে দেন ফিল্ডাররা। সুযোগ হাতছাড়া করেননি লাবুশানের মতো ইনফরমার ব্যাটসম্যান। দুবার জীবন পাওয়া ইনিংসে টেনে নিয়ে গেছেন সেঞ্চুরি অবধি।

২০৪ বলে ৯ বাউন্ডারি হাঁকিয়ে লাবুশান থামলেন ১০৮ রানে। টি নটরাজনের বলে উইকেটরক্ষক ঋষভ পন্তের হাতে ক্যাচ তুলে দেন লাবুশানে। তার ব্যাটে ভর করেই টপঅর্ডারের ধাক্কা সামলে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া।

ব্রিসবেনে প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৭৪ রান। আজ খেলা হয়েছে ৮৭ ওভার।

এর আগে ইনিংসের ৩৬তম ওভারে নবদ্বীপ সাইনির বলে গালিতে লাবুশানের সহজ ক্যাচ ফেলে দেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। লাবুশানে তখন ৩৭ রানে অপরাজিত।

৪৬তম ওভারে ফের লাবুশানের ক্যাচ মিস হয়। এবার টি নটরাজনের দুর্দান্ত এক ডেলিভারিতে পরাস্ত হয়ে স্লিপে ক্যাচ তুলে দেন অসি তারকা। ক্যাচ ফেলে দেন চেতেশ্বর পূজারা। সেই সময় ৪৮ রানে ব্যাট করছিলেন লাবুশানে।

লাবুশানে সাজঘরে ফেরার পর হাল ধরেন ম্যাথিউ ওয়েড। ৮৭ বলে ৪৫ রান করে ফেরেন টেস্টে অভিষিক্ত নটরাজনের বলেই।

দিনশেষে অধিনায়ক টিম পেইন ৩৮ ও ক্যামেরুন গ্রিন ২৮ রানে অপরাজিত আছেন।

আজ অভিষিক্ত পেসার টি নটরাজন ৬৩ রানে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট শারদুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ আর আরেক অভিষিক্ত ওয়াশিংটন সুন্দরের।