হাটহাজারী প্রতিবেদক:: মাঠ রক্ষায় এলাকাবাসীর সাথে মাঠে নেমেছেন সাবেক জাতীয় ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী।
আবাসিক প্লটের নামে খেলার মাঠ দখলের বিরুদ্ধে চট্টগ্রামের ১ নং দক্ষিণ পাহাতলীতে অবস্থিত ‘দামুয়া পুকুর খেলার মাঠ’ রক্ষার্থে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল, মোমবাতি প্রজ্বালন ও প্রতিবাদ সমাবেশসহ সকল শান্তিপূর্ন আন্দোলনের সাথে একাত্নতা ঘোষনা করেছেন তিনি।
হাটহাজারী উপজেলাধীন চৌধুরীহাটের দক্ষিণ পশ্চিমে শাহজালাল স্কুলের পাশে ‘দামুয়া পুকুর খেলার মাঠ’টি স্থানীয় ক্রীড়াপ্রেমিক ছাত্র, যুবক ও এলাকাবাসীরা রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল করে এবং মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ করেন। সরকারি জায়গায় ফুটবল খেলার মাঠের পক্ষে মাঠে নেমেছে এলাকাবাসী। তাদের দাবি দীর্ঘদিন হতে আশেপাশের বিভিন্ন স্কুল-কলেজের খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানাদি এই মাঠে হয়ে আসছে। এছাড়াও স্থানীয়ভাবে প্রতিদিন ফুটবল, ক্রিকেট খেলা হয়ে থাকে, যা শিশু-কিশোর, যুবকদের অপরাধ জগত থেকে দূরে রাখা বা বিপথগামী হওয়া থেকে বিরত রাখতে খেলার মাঠে যথাযথ ভূমিকা রাখছে।
এই খেলার মাঠের আশেপাশে রয়েছে শাহজালাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, কিডস প্যারাডাইস স্কুল,দক্ষিণ ফতেয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাধাকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুসরত শাহ মাদ্রাসা, ভিউ স্কুল, বড়দিঘিপাড় একতা সংঘ, বড়দীঘির পাড় খেলোয়াড় সমিতি, নবীন সংঘ,আরন্য ক্লাবসহ আরো অসংখ্য শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনগুলোর খেলার মাঠটি ব্যবহার করে আসছে।
বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত হয়ে জাতীয় টিমের খেলোয়াড় (ফুটবলার) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, আমরা মাঠের জন্য লড়াই করতেছি! কোনো চাঁদার জন্য নয়। আমরা খেলার মাঠ চায়। আমাদেরকে চাঁদাবাজ বলে এক পক্ষ এই খেলার মাঠটি দখলে নিতে চায়। এলাকার মানুষ এই মাঠে শরীরচর্চা করে। চট্টগ্রাম জেলা পরিষদ চতুর্থ শ্রেণির কর্মচারীদেরকে গৃহনির্মাণের জন্য এই জায়গা বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়ে বহু আগে তারা এই জায়গাটি ফেলে পলায়ন করে। তখন থেকে এই জায়গাটি দামুয়া পুকুর খেলার মাঠ হিসেবে পরিচিত। আমি নিজেও এই খেলার মাঠে ছোট থেকে বিভিন্ন খেলাধুলা করে আসছি।
এখন এই মাঠটি বেদখল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই আমরা মাঠটি রক্ষা করার দাবিতে কিছুদিন আগেও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করি। আজ রাতে মাঠ রক্ষার্থে পুনরায় বিক্ষোভ মিছিল ও মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ করি। এ সময় হাজার হাজার ক্রীড়াপ্রেমিক ছাত্র-যুবক ও এলাকাবাসী স্লোগানে স্লোগানে মাঠে সমাবেশে মিলিত হয়। তাদের একটাই দাবি মাঠ চাই, মাঠ চাই।
হাটহাজারী মডেল থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, দামুয়া পুকুর নামে একটি মাঠকে কেন্দ্র করে দু’পক্ষের অবস্থান এবং পাল্টাপাল্টি মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন বলে শুনেছি। উভয়পক্ষ থানায় একাধিক লিখিত অভিযোগ করে। এবং আদালতের নির্দেশনার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা অবনতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করি। আজকে রাতে মাঠ রক্ষার্থে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশের বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।