মুজিব বর্ষ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ক্যাম্পাস হকি লীগ-২০২১ এর আয়োজন করা হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ হকি লীগের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া এবং উদ্বোধক ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ।
প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু স্বাস্থ্যই ভালো রাখে না, শেখায় নিয়ম-শৃঙ্খলাও। তাই পড়ালেখার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা করা জরুরি।
তিনি বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবার ছিলেন ক্রীড়ানুরাগী। ক্রীড়া উন্নয়নে বর্তমান সরকারও বিভিন্ন উদ্যোগ নিয়েছে। যা অব্যাহত রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন এবং জাতীয় পর্যায়ে মানসম্পন্ন খেলোয়াড় তৈরিতে অবদান রাখছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার হকি কমিটির সম্পাদক মো. লুৎফুল করিম সোহেল, যুগ্ম সম্পাদক এস এম ইকবাল মোরশেদ, লন টেনিস উপ কমিটির সম্পাদক আলী হাসান রাজু ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রাশেদ বিন আমিন প্রমুখ।
সিজেকেএস হকি কমিটির সহযোগিতা এবং ক্যাম্পাস হকি পরিবারের আয়োজনে অনুষ্ঠানে হকি সংশ্লিষ্ট ব্যক্তি ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।