চীনা কোম্পানি সিনোভ্যাক বায়োটেকের কোভিড-১৯ ভ্যাকসিন হালাল বলে ফতোয়া দিয়েছে ইন্দোনেশিয়ার উলেমা কাউন্সিল। শীগগিরই দেশটিতে এই ভ্যাকসিন প্রদান কার্যক্রম চালু হতে যাচ্ছে। একে সামনে রেখেই শুক্রবার এই ফতোয়া প্রদান করা হলো। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, ইন্দোনেশিয়া বিশ্বের সবথেকে বড় মুসলিম জনসংখ্যার দেশ। দেশটিতে করোনাভ্যাকের ৩০ লাখ ডোজ দেয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। আগামি বুধবার থেকে এই ভ্যাকসিন কার্যক্রম চালু হবে। দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো প্রথম ব্যক্তি হিসেবে ভ্যাকসিন গ্রহণ করবেন। তবে এই ভ্যাকসিন হারাম না হালাল তা নিয়ে দেশটির রক্ষণশীল মুসলিমদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল।
এই প্রেক্ষিতে দেশটির ফতোয়া কমিশনের সদস্য আসরোরুন নিয়াম সোলেহ এক সংবাদ সম্মেলন করেন। এতে তিনি জানান, দেশটির ধর্মীয় নেতারা সিদ্ধান্ত নিয়েছেন সিনোভ্যাকের করোনাভ্যাক ভ্যাকসিন পবিত্র ও হালাল। তিনি বলেন, এই তথ্যের পর হয়ত মুসলিমরা স্বস্তি পাবে।
উল্লেখ্য, দক্ষিনপূর্ব এশিয়ায় করোনাভাইরাসে সবথেকে বিপর্যস্ত রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। দেশটিতে শুক্রবার একদিনে ১০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে আক্রান্ত ছাড়িয়েছে ৮ লাখ। আর এরমধ্যে প্রাণ হারিয়েছেন প্রায় ২৪ হাজার।