জয়নগর ক্লাব আয়োজিত বিজয় দিবস শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন। জয়নগর ক্লাবের আয়োজিত মহান বিজয় দিবস শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০শে ডিসেম্বর ডক্টরস ফিল্ডে টুর্নামেন্টের উদ্ভোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক জয়নগর ক্লাবের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন। জয়নগর ক্লাবের সহ-সভাপতি আ স ম সালাউদ্দিন মনসুরের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নগর ক্লাবের সাধারণ সম্পাদক আয়াছ মোঃ রকি, জয়নগর ক্লাবের সহ-সভাপতি মোঃ আলতাফ হোসেন, ক্লাবের কার্যকরী কমিটির সিনিয়র সদস্য মোঃ আজিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মোঃ মঈন, ক্রীড়া সম্পাদক স্বপন সিং, সহ-ক্রীড়া সম্পাদক নয়ন মজুমদার, সহ-আপ্যায়ন সম্পাদক সরফরাজ খান রাব্বি, কার্যকরী কমিটির সদস্য মোঃ তাজ উদ্দিন টিপু, রিপন সিং, আলবান বারী প্রমুখ। উদ্ভোধনী ম্যাচে টি বি টাইটেনস ওয়ারিয়স কিংসকে ৬ উইকেটে পরাজিত করে। ম্যান অব দি ম্যাচ হন টি বি টাইটেনসের শাহেদ। ম্যান অব দি ম্যাচ কে পুরস্কার তুলে দেন ক্লাবের সাধারণ সম্পাদক আয়াছ মোঃ রকি।