মাদক মুক্ত যুবসমাজ গড়ার খেলাধুলা অন্যতম সহায়ক।
এই স্লোগানে বলিয়ান হয়ে মহান বিজয় দিবসের মাসে চকবাজার জয়নগর ক্লাব কতৃক শটপিচ ক্রিকেট টুর্নামেন্ট -২০২০ আয়োজন করা হয়েছে। আগামীকাল ২০ই ডিসেম্বর বিকাল ৩ঘটিকায় চট্টগ্রাম মেডিকেল হোস্টেল সংলগ্ন মাঠে খেলার উদ্ভোধন হবে। বিজয় দিবস শটপিচ ক্রিকেট টুর্নামেেন্ট মোট ২০টি দল অংশগ্রহন করবে। উদ্ভোধন করবেন জয়নগর ক্লাব এর সভাপতি, বিষিষ্ট সমাজ সেবক ও চকবাজার থানা আওয়ামীলীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন।