দেড় কোটি টাকা পরিষেবা কর দেয়া থেকে অব্যাহতি পেলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন, টেলিভশন অনুষ্ঠানের সঞ্চালনা, ধারাভাষ্য দেয়াকে পরিষেবা করের আওতায় এনেছিল সেন্ট্রাল এক্সসাইজ ইন্টেলিজেন্স ব্যুরো। সৌরভকে তারা এক কোটি একান্ন লক্ষ টাকা এবং পঞ্চাশ লক্ষ টাকা দিতে বাধ্য করে। এরপর সৌরভ আপিল করেন কাস্টমস অ্যান্ড এক্সসাইজ সার্ভিস ট্যাক্স আপিলেট ট্রাইব্যুনালে। তারা বৃহস্পতিবার রায় দিয়েছে যে সৌরভ পরিষেবা করের আওতায় আসেন না।
কারণ তিনি আন্তর্জাতিক খেলোয়াড়। ইন্টেলেক্চুয়াল প্রোপার্টি বিক্রির অধিকার তার আছে। এর জন্যে তিনি পরিষেবা কর দিতে বাধ্য নন। এরপরই কর মুকুব করা হয়।
জমা দেয়া টাকাও সৌরভ ফেরত পাবেন দশ শতাংশ সুদ সমেত।