ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ, ৪৪৫ জন যাত্রীর জরিমানা

ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করায় ৪৪৫ জন যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানাসহ মোট ১ লাখ ১১ হাজার ৫২০ টাকা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত চট্টগ্রাম, কুমিল্লা ও লাকসাম স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ৪৪৫ জন যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ৭২ হাজার ১৪৫ টাকা ও জরিমানা বাবদ ৩৯ হাজার ৩৭৫ টাকা আদায় করা হয়। চট্টগ্রাম স্টেশনে ব্লক চেকিং পরিচালনা করেন বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী ও কুমিল্লা স্টেশনে ব্লক চেকিং পরিচালনা করেন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরান।

আনসার আলী বলেন, পূর্বাঞ্চলের বিভিন্ন আন্তঃনগর ট্রেনে অভিযান পরিচালনা করে টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করায় এদেরকে জরিমানা করা হয়। অভিযান চলমান থাকবে। এছাড়া কালোবাজারি রোধেও সতর্ক দৃষ্টি রাখা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম, কুমিল্লা ও লাকসাম স্টেশনের স্টেশন মাস্টার, টিটিই ও রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।