কক্সবাজার প্রতিনিধি:: মেজর (অব:) সিনহা মো: রাসেদ হত্যা মামলায় চার পুলিশ সদস্য ও পুলিশের দায়ের করা হত্যা মামলার তিন স্বাক্ষীকে রিমান্ডের জন্য নিয়ে গেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শুক্রবার সকাল ১০ টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে র্যাবের একটি বহর তাদের নিয়ে যায়।
জেল সুপার মো: মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
রিমান্ডে নিয়ে যাওয়া আসামীরা হলেন কনস্টেবল সাফানুল করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল মো: আবদুল্লাহ আল মামুন, সহকারী উপ-পরিদর্শক লিটন মিয়া, পুলিশের দায়ের করা মামলার তিন স্বাক্ষী মোহাম্মদ আয়াছ, নুরুল আমিন ও নাজিম উদ্দিন।
অবশ্যই মনজুর হওয়া অপর তিন আসামী সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত ও এএসআই নন্দু দুলালের ৭ দিনের রিমান্ড মনজুর হলেও তাদের এখনো জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়নি।
র্যাবের একটি সূত্র জানিয়েছে, সব কিছু গুছিয়ে এনে তাদের র্যাবের মুখোমুখি করা হবে।