শফিউল বারী বাবুর মৃত্যুতে শোক জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য, বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪ টায় ঢাকার এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
এদিকে শফিউল বারী বাবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য, বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল।
এক শোক বার্তায় ব্যারিস্টার মীর হেলাল বলেন শফিউল বারী বাবু বিএনপির জন্য এক নিবেদিত প্রাণ নেতা ছিলেন। দেশনেত্রী খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের প্রতি উনার আস্থা, বিশ্বাস এবং আনুগত্য ছিল সুদৃঢ়, অনুকরনীয় এবং দৃষ্টান্তমূলক। উনি ছাত্ররাজনীতির সফল সমাপ্তির পর স্বেচ্ছাসেবক দলকে পুনরুজ্জীবিত করতে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। উনি বিএনপির জাতীয় রাজনীতিতেও নিজের সংগ্রামী এবং আপোষহীন মনোভাব থেকে বিচ্যুত হন নি। উনার অকাল প্রয়ানে আমি স্তব্ধ, বাকরুদ্ধ। উনার শূন্যতা আমৃত্যু অনুভূত হবে। উনার সুযোগ্য নেতৃত্বের অভাব আমরা প্রতিনিয়ত অনুভব করবো।
মরহুম শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যবর্গ,আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান











