বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব শফিউল বারী বাবু অ্যাপোলো হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪ টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।
মরহুমের জানাজার নামাজ সকাল ১০টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব শফিউল বারী বাবু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
আজ এক শোকবার্তায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব শফিউল বারী বাবু’র মৃত্যু সংবাদে তাঁর পরিবার-পরিজনদের ন্যায় আমিও গভীরভাবে ব্যথিত হয়েছি।
তিনি একজন বলিষ্ঠ ও দায়িত্বশীল নেতা ছিলেন, দলের সকল সংকট কালে তার সাহসী নেতৃত্ব দিয়েছেন। মরহুম শফিউল বারী বাবু ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়ির হয়ে জাতীয় পর্যায়ে একজন নিবেদিত প্রান নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন কালে সারাদেশে ছাত্রদলকে সুসংগঠিত করে ছিলেন। দল ও দেশের চরম ক্রান্তিলগ্নে তিনি স্বেচ্ছাসেবক দলে দায়িত্ব প্রাপ্ত হয়ে স্বেচ্ছাসেবক দলকেও সুসংগঠিত করে দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বর্তমান ভোটারবিহীন অনৈতিক সরকারে মামলা হামলা, জুলুম নির্যাতন নির্যাতন তাকে দমিয়ে রাখতে পারে নাই।
তিনি ছিলেন একজন ত্যাগী, সৎ, সাহসী আদর্শনিষ্ঠ ও বলিষ্ঠ নেতা। মরহুম শফিউল বারী বাবু অমায়িক আচরণের অধিকারী ছিলেন, আর এজন্য তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিকট ছিলেন অত্যন্ত প্রিয়। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বাবু’র মৃত্যুতে দলের যে অপুরণীয় ক্ষতি হয়েছে তা পুরণ হওয়ার নয়।
তার মৃত্যুতে আমি তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামীন তাঁকে বেহেস্ত নসীব এবং শোক বিহব্বল পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন-এই দোয়া করি।”
চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর শোকবার্তায় মরহুম শফিউল বারী বাবু’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।











