লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে প্রাইভেটকার যোগে পাচারকালে এক মহিলাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ২৬ জুলাই (রবিবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ।
এদিকে, আজ সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হল-ভোলা জেলার লালমোহন থানার চট্টলা গ্রামের জালাল আহমদের পুত্র হেলাল উদ্দিন (২৬) এবং ঢাকা বাড্ডা থানার মধ্য বাড্ডা এলাকার ইউসুফের কন্যা নিশাত জাহান নিলা (২৮)।
লোহাগাড়া থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১২ লক্ষ টাকা বলে জানানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।










