“লিরিক” উত্তর আধুনিক কবিতা সংখ্যা-৫ শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে। করোনা মহামারির সুবাদে অনেকটা সময় হাতে পেয়ে কাজে লেগে পড়লাম। পুরনো সারথিদের সাড়াও পেলাম দারুণ। অনেক লেখা হাতে। আমিও সিরিয়াসলি নিজের প্রবন্ধ লিখে চলেছি। এই প্রচ্ছদ করে দিয়েছেন লিরিক-এর দীর্ঘদিনের প্রচ্ছদকার শ্রদ্ধেয় শিল্পী ঢালী আল মামুন। অনেকে বলছেন, আমি নাকি ঘোষণা দিয়ে লিরিক বন্ধ করে দিয়েছি! ছোট কাগজ আসলে শুরুও হয় না। বন্ধও হয় না। দায়বদ্ধতার বিষয় এটি। দীর্ঘ বিরতির পর এখন মনে হচ্ছে কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে। পশ্চিম বঙ্গের দিনাজপুরে একটি সেমিনারে বলে এসেছিলাম উত্তর আধুনিকতা মরে যায় নি। আমি আবার একটি সংখ্যা করে দেখাবো তা কেন সত্যি। আমার অঙ্গীকার পূরণের পথে আবার কষ্টকর এক অভিযাত্রা শুরু করেছি। এই অনিশ্চিয়তার কালে বেঁচে থাকলে তা আমাদের সুহৃদ পাঠকদের হাতে তুলে দিতে পারবো। এখনো কেউ যদি এ-বিষয়ক প্রবন্ধ ও ১০টির গুচ্ছ কবিতা পাঠাতে চান। তা হলে আমাদের দরজা খোলা থাকলো। ‘লিরিক’ গোষ্ঠী পত্রিকা হলেও এবার আমরা সব ছোট কাগজকর্মীদের লেখাকে গুরুত্ব দিতে চাই সমন্বয়ের মাধ্যমে। লেখা পাঠানোর ইমেইল এড্রেস:
Iyric.littlemagazine@gmail.com
editoreditinghouse@gmail.com