কবিতা: হিসাব

রওশন মতিন

প্রেমহীন উত্তাপে নগ্ন দেহের পলেস্তরা খসা
নোনাধরা ক্ষয়িষ্ণু দালান-কোঠার মতো
কত অদৃশ্য কীট জমা হয়-হৃদয়ের পললে বেহিসাব,
প্রতিদিন কে রাখে হিসাব তার অংক কষে।

মনে কি পড়ে শিশু শিক্ষার কথামালা,
বাল্য পাঠের সহজ-সরল শৈশব
সানকির ভাতে হাত চেটেপুটে
সংসারে বেঁচে থাকা জীবন পাঁচালির ধারাপাত,
ঘুণে ধরা পণ্ডিতি হাড়-গোড়ে
দেখেছ পণ্ডিতি কপট বিলাস।

জীবন যেন এক যান্ত্রিক সমীকরণ,
দয়াহীন,মায়াহীন, ছায়াহীন নির্বাক ধূসরতা।