রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ হোসেন চৌধুরীর দাফন সম্পন্ন

সেলিম উদ্দীন, ঈদগাঁও: কক্সবাজারের চকরিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ হোসেন চৌধুরীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার খুটাখালী কিশলয় স্কুল মাঠ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুর রহমান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

চকরিয়া থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে খুটাখালী কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠান শেষে সাঈদ মুহাম্মদ শাহজালালের সঞ্চালনায় জানাযা পুর্ব সমাবেশে খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাজী বশিরুল আলম, অধ্যক্ষ এস এম মনজুর ,এডভোকেট লুৎফুল কবির, মাওলানা শাহাব উদ্দীন আরমান ও মরহুমের ছোট ভাই এম বেলাল আজাদ প্রমুখ স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। জানাযায় ইমামতি করেন মরহুমেন ছোট ভাই মাওলানা আবদু ছোবহান।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ হোসেন চৌধুরী (৭১) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পুর্বপাড়া গ্রামের সাবেক মেম্বার মরহুম বকসু সওদাগরের পুত্র।
তিনি ৩০ এপ্রিল বুধবার রাত বারটার দিকে নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি খুটাখালী মিলেনিয়াম স্কর্লাস স্কুলের প্রধান শিক্ষক এম শাহজাহান চৌধুরীর পিতা, পেশায় পল্লী চিকিৎসক ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।