ভূমিকম্প অনুভূত

ভারতের মিজোরাম রাজ্যে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। এর প্রভাবে কেঁপেছে বাংলাদেশ ও মিয়ানমারও।

রোববার (২১ জুন) বিকেল ৪টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইউএস-জিএস।

এর উৎপত্তিস্থল ছিল মিজোরামে ডারলোয়ান এর ভূমির ৪০ কিলোমিটার গভীরে। গত কয়েকদিনে এ মিজোরাম-মণিপুর এলাকায় কয়েক দফা ছোট ভূমিকম্প অনুভূত হয়েছে।

বিকেলে এ ভূমিকম্প বাংলাদেশের চট্টগ্রাম ও ঢাকাসহ বেশকিছু জায়গায় মৃদু অনুভূত হয়েছে বলে জানা যায়।