কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলির সময় রফিক (৩০) নামে এক যুবক আহত হয়েছেন।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং পশ্চিম মহেশখালী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রফিক টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়া পাড়া আব্দুস সালামের ছেলে। তিনি ডাকাত দলের সদস্য।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সন্ধ্যায় যৌথ বাহিনীর একটি টিম টেকনাফের হোয়াইক্যং পশ্চিম মহেশখালী পাড়া এলাকায় বিশেষ অভিযানে যায়। এ সময় রফিকসহ তার সঙ্গে থাকা লোকজন যৌথ বাহিনীর সদস্যদের ওপর গুলি করেন। এ সময় যৌথ বাহিনী পাল্টা গুলি করলে রফিক গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, রফিকের বিরুদ্ধে অপহরণ ও ডাকাতিসহ থানায় একাধিক মামলা রয়েছে।