মা‌টিরাঙ্গায় পাটের বস্তা ব্যবহার না করায় ৬ ব্যবসায়ীকে জ‌রিমানা

খাগড়াছ‌ড়ির মাটিরাঙ্গায় পাটের বস্তা ব্যবহার না করায় ৬ ব্যবসায়ী‌কে জ‌রিমানা ক‌রে‌ছে ভ্রাম্যমাণ আদাদলত।

সোমবার (২১ এ‌প্রিল) দুপু‌রের দি‌কে মা‌টিরাঙ্গা উপ‌জেলা নির্বা‌হী অ‌ফিসার মনজুর আল‌মের ভ্রাম্যমাণ আদালত প‌ণ্যে পাট জাত মোড়ক বাধ্যতামূলক ব্যববহার আইন ২০১০(১৪) ধারা মোতা‌বেক মামুন স্টোর, মেসার্স হাসান স্টোর, স‌ফিক স্টোর, সোহাগ খাদ্য ভান্ডার, রব মেজর অ‌টো রাইস মিলকে ১ হাজার ক‌রে এবং মেসার্স তা‌নিয়া স্টোরকে ৫০০ টাকা জ‌রিমানা করে।

পাটজাত মোড়ক স্বাস্থ্যবান্ধব উ‌ল্লেখ ক‌রে মনজুর আলম ব‌লেন, প‌লি‌থি‌নের ব্যবহার স্বাস্থ্যসম্মত নয়। তা প‌রিহার ক‌রে স্বাস্থ্যসম্মত পচনশীল পাটজাত মোকড় ব্যবহার কর‌তে সব ব্যবসায়ীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জনস্বাস্থ্য ও প‌রি‌বে‌শ সুরক্ষায় আগামী‌তে এ ধর‌নের অ‌ভিযান অব্যাহত থাক‌বে ব‌লে জানান তি‌নি। এ সময় চট্টগ্রাম পাট অ‌ধিদপ্তরের প‌রিদর্শক বাবুল চন্দ দাস ও বাজার প‌রিচালানা ক‌মি‌টির নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।