আত্মমানবতা মূলক সামাজিক সংগঠন ‘মুসাফির’ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫০০ এতিম, অসহায় শিশুকিশোর ও বয়োবৃদ্ধদের মাঝে দেশীয় ফলমূল বিতরণ করা হয়। ফলমূলের মধ্যে ছিলো, আম, জাম, লিচু, গোলাপ জাম, লটকন, পাইন্নাগুলা ও আমলকি।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নিবাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন, আহ্বায়ক কমিটির সদস্য ও চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দীন, সদস্য আকলিমা আকতার মনি, মো. জনি ও জিয়াউল হক ইমন।
এর আগে সকালে করোনার মহামারী থেকে দেশ ও দেশের মানুষের মুক্তি কামনা করে স্হানীয় মসজিদ ও মন্দিরে দোয়া প্রার্থনা করা হয়।
বৃহস্পতিবার রাতে রান্না করা খাবার বিতরণের কমসুচি পালন করা হবে।
‘মানবিক কাজে একসাথে আমরা’ এ স্লোগান নিয়ে ২০১৯ইং এই দিনে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।করোনা মহামারির কারণে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার কোন কমসূচি পালন না করার সিদ্ধান্ত নেয়া হয়।