মিরসরাইয়ে চাঁদা না দেয়ায় যুবকের উপর হামলা

চট্টগ্রামের মিরসরাইয়ে চাঁদা না দেয়ার জেরে মাঈন উদ্দিন (৩০) নামে এক যুবকের উপর হামলার ঘটনা ঘটেছে। সে মিঠানালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আক্রম আলী মিঝি বাড়ির গণি আহম্মদের ছেলে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় হামলায় আহত মাঈন উদ্দিন মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে আমাকে দীর্ঘদিন যাবৎ হুমকি প্রদান করে আসছে। কিছুদিন পূর্বে একটি ঘটনায় আমি স্বাক্ষ্য প্রদান করায় আমার উপর ক্ষিপ্ত হয়। আমার চাচা জাবেদ হোসেনের ঘরের নির্মাণ কাজ চলছে। সেখানে আমি কাজের দেখভাল ও মালামাল (কংক্রিট, ইট, বালু) সরবরাহের দায়িত্ব পালন করছি।

সোমবার দুপুরে কাজের মালামাল সরবরাহ করাকে কেন্দ্র করে একই ইউনিয়নের হকসাব (৪৫), কাজী মাঈন উদ্দিন (৪২), নাজিম উদ্দিন (৩৫) তারা আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে তারাসহ অজ্ঞাত ৭/৮ জন অস্ত্রসস্ত্র, লোহার রড় ও লাঠি সোটা নিয়ে অতর্কিত ভাবে আমার উপর হামলা। এতে আমার মাথায় আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তারা এখনো আমাকে গুম, খুন করবে বলে হুমকি দিয়ে যাচ্ছে। তাদের অত্যাচার ও হুমকির কারণে আমি মানসিক ভাবে প্রচণ্ড চাপে আছি।

মিরসরাই থানার ডিউটি অফিসার এসআই রাজিয়া বলেন, মিঠানালা মাঈন উদ্দিন নামে এক ব্যক্তির উপর হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।