পটিয়ায় স্থানীয় ও পুলিশের যৌথ তৎপরতায় লুন্ঠিত গরুসহ আটক ৪

চট্টগ্রামের পটিয়া উপজেলায় স্থানীয় ও থানার পুলিশের যৌথ তৎপরতায় লুন্ঠিত গরুসহ আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) রাত ৮টার দিকে পটিয়া থানাধীন মহিরা পেরপেরা এলাকায় শামসুদ্দীনের বাড়িতে ৮-৯ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। তারা শামসুদ্দীন ও তার স্ত্রীকে হাত-পা বেঁধে মারধর করে এবং খামার থেকে চারটি গরু ও একটি বাটন মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। লুন্ঠিত গরু ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা।

আন্তঃজেলা ডাকাত চক্রের চার গ্রেফতারকৃত সদস্যরা হলেন মোঃ রফিক (৪৫), মোঃ হেলাল (৪০), মোঃ মেহেদী হাসান ফরহাদ (২৭) ও মোঃ হাবিব (২০)। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি পিকআপ গাড়ি ও লুন্ঠিত চারটি গরু উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ওসি জায়েদ নূর , তিনি জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা চট্টগ্রামসহ আশপাশের জেলাগুলোতে নিয়মিত ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।