কক্সবাজারের কুতুবদিয়ায় থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়া এবং দক্ষিণ ধূরুং ইউনিয়নের বৈদ্যার পাড়া এলাকা হইতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন-মৃত জালাল আহম্মদের ছেলে শওকত ইসলাম (৪৫) ও আবুল হোসেনের ছেলে মোঃ রাসেল(২৫)।
কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন বলেন, কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং এবং দক্ষিণ ধূরুং এলাকায় অভিযান পরিচালনা করে সিআর- ১০৪/২৪ইং ও জিআর- ১৩১/২৪ইং মামলা দুই আসামিকে গ্রেফতার করা হয়।
পরে, আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।