চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার কাজীর দেউড়ি এলাকায় পুলিশি অভিযানে ১২ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ ৭,৩০০ টাকা উদ্ধার করা হয়।
রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে পুরাতন বিমান অফিসের গলির করিম ভবনের একটি ব্যাচেলর বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. জাকির হোসেন (৩৫), মো. সুমন (২৬), মো. তাহের (৩৫), মো. ইকবাল (২৭), জামাল মিয়া (৫০), সাদ্দাম (৩৫), মো. মোস্তফা (৫০), মো. মনির (৩৮), মনির হোসেন (২৮), মকবুল হোসেন (৩৬), তোফাজ্জল হোসেন (৩৭) এবং আক্তার হোসেন (২৮)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, আসামিরা চট্টগ্রাম মহানগর অধ্যাদেশের ৯৪ ধারার অধীনে অপরাধ করেছেন, তাই তাদেরকে একই আইনের ১০৩ ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।