কাপ্তাই প্রতিনিধি, কাপ্তাই: উপজেলায় আরো ১ জনের করোনা পজেটিভ এসেছে বলে খবর পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা আক্রান্ত হওয়া ব্যক্তি নৌ- বাহিনীর কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটিতে কর্মরত আছেন । স্বাস্থ্য কর্মকর্তা জানান, আক্রান্ত ব্যাক্তির গত ২৩ মে নমুনা নেওয়া হয়েছিল। তিনি আক্রান্ত নৌ-বাহিনীর অপর এক কর্মকর্তার সংস্পর্শে এসেছিলেন। বর্তমানে তার অবস্থা ভালো বলে তিনি কাপ্তাই নেভী কলোনিতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিবেন বলে এই স্বাস্থ্য কর্মকর্তা জানান। এনিয়ে কাপ্তাইয়ে মোট ১১ জন করোনা পজেটিভ শনাক্ত হলো।