মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি): কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আওতাধীন বনকর্মীরা একটি ব্যান্ডেড ক্রেইট বা সঙ্খিনী সাপ উদ্ধার করে গভীর অরণ্যে অবমুক্ত করে।
চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া থেকে গত শনিবার রাত প্রায় ৮ টার সময় বনকর্মীরা সাপটি উদ্ধার করে এবং ওইদিন রাতেই বাঙ্গালহালিয়ার গভীর অরণ্যে সাপটিকে অবমুক্ত করা হয়। বন কর্মী মোঃ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনারদিন বাঙ্গালহালিয়ার হেডম্যান পাড়ার লোকালয়ে সাপটির অবস্থানের খবর পেয়ে সেখানে গিয়ে সাপটি উদ্ধার করি। পরবর্তীতে একই এলাকার গভীর অরণ্যে সাপটি অবমুক্ত করেছি। সঙ্খিনী সাপ অত্যন্ত বিষাক্ত। এই সাপ ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ চীনের বিভিন্ন অঞ্চলে দেখা যায়। এটি সর্বোচ্চ ২ মিটার(৬ ফুট ৭ ইঞ্চি) পর্যন্ত লম্বা হতে পারে। এর গায়ে স্বতন্ত্র সোনালী ও কালো রঙের দাগ থাকে।
তিনি আরও বলেন, এধরনের সাপ সহ অন্যান্য প্রানী দেখলে আতঙ্কিত না হয়ে স্থানীয় বন বিভাগ অথবা পরিবেশ কর্মীদের সাথে যোগাযোগ করার জন্য বিন বিভাগ থেকে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে। এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় আমাদের সকলের সচেতন হওয়া জরুরী।