জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সোনালী কমিউনিটি সেন্টারে জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য বেলাল হোসেনের উপস্থাপনায় সাবেক আহবায়ক সাইদুর রহমান নশুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়া, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, আহবায়ক মাঈন উদ্দিন লিটন, বিএনপি নেতা লায়ন তাহের আহম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম, বিএনপি নেতা দাউদুল ইসলাম মিশন, মেজবাউল হক মানিক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফসার জুয়েল, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, বিএনপির নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শের চর্চা করতে হবে। রাজনীতি করতে হবে জনগণের কল্যাণে, কিছু পাওয়ার জন্য নয়। দলের নাম ভাঙ্গিয়ে কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য সকল মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।