রাউজানে ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর, জরিমানা আদায়

শফিউল আলম, রাউজান: চট্টগ্রামের রাউজান উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইটভাটাগুলোতে প্রকাশ্যে কাঠ পোড়ানো কৃষি জমি ও পাহাড় টিলা কাটা মাটি দিয়ে ইট তৈয়ারী করার অপরাধে পরিবেশ অধিদপ্তর ও রাউজান উপজেলা প্রশাসন রুস্তম শাহ ব্রীক ফিল্ড গুড়িয়ে দেয়। ২লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

১৩ জানুয়ারী (মঙ্গলবার) বিকালে রাউজানের মেলুয়ায় রস্তম শাহ ব্রীক ফিল্ডে অভিযান চালায়। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রট আসিফ জাহান সিকদার।

এ সময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস উপস্থিত ছিলেন।অভিযান চলাকালে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মেসার্স রুস্তম মাহ ব্রিকসের মালিকপক্ষের প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিনকে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন রাউজান থানা পুলিশের টিম।অভিযান শেষে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রট আসিফ জাহান সিকদার বলেন, রাউজানের মেলুয়া এলাকায় মেসার্স রুস্তম মাহ ব্রিকসের বৈধতা না থাকায় আড়াই লক্ষ টাকার জরিমানা করা হয়। অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।