চট্টগ্রামের ফুটপাতে থাকা এক নারী ভিক্ষুককে (২৬) ধর্ষণের অভিযোগে অটোরিকশার এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) রাতে নগরের চান্দগাঁও এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত ৫৫ বছর বয়সী আবদুল আলীর বাড়ি ভোলার চরফ্যাশনে। চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় তিনি অটোরিকশা চালান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১১টার দিকে ভুক্তভোগীকে কৌশলে ফুটপাত থেকে ডেকে নিয়ে অভিযুক্ত ধর্ষণ করেন। ওই ঘটনায় অভিযুক্ত থানায় গিয়ে বিষয়টি জানান। তবে ওই নারী শুধু অটোরিকশার নম্বরের কিছু অংশ বলতে পারেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই সব গাড়ি যাচাই-বাছাই করে চালককে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদেই অভিযুক্ত ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন। রোববার তাকে দুপুরে আদালতে হাজির করা হবে।