দেশীয় পাঞ্জাবিতে বিদেশী ট্যাগ: রিয়াজউদ্দিন বাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলাদেশে তৈরি বিভিন্ন ধরনের পাঞ্জাবিতে ভারতীয় পাঞ্জাবির ট্যাগ লাগিয়ে বেশি দামে বিক্রি অভিযোগে ‘সেলিম পাঞ্জাবি মিউজিয়াম’ ও ‘পরিস্থান’ নামে দুই প্রতিষ্ঠান মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।

শনিবার (১৫ মার্চ) দুপুরে নগরের রিয়াজউদ্দিন বাজারে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপ পরিচালক ফয়েজ উল্যাহ গণমাধ্যমকে জানান, সেলিম পাঞ্জাবি মিউজিয়াম’ ও ‘পরিস্থান’ নামে এ প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে পাঞ্জাবি বিক্রি করে আসছে। দেশে তৈরি পাঞ্জাবিতে ভারতীয় পাঞ্জাবির ট্যাগ লাগিয়ে বেশি দামে বিক্রি করছিল প্রতিষ্ঠানগুলো।

এমনকি দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানের ক্রয় ভাউচার দেখাতে পারেনি নি মালিকপক্ষ। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতার সঙ্গে প্রতারণা করায় সেলিম পাঞ্জাবি মিউজিয়ামকে ২ লাখ টাকা এবং পরিস্থানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, রানা দেবনাথ, মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।