চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আ.লীগ-যুবলীগ ও ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘন্টায় সিএমপির আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

শ‌নিবার (১৫ মার্চ) গণমাধ্যমে পাঠা‌নো এক প্রেস বিজ্ঞ‌প্তিতে এ তথ্য নি‌শ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চান্দগাঁও থানার অ‌ভিযা‌নে আসামি মোঃ আনোয়ার হোসেন (৪১), মোঃ হারুনুর রশিদ (৪৮), কর্ণফুলী থানার আসামি শিকলবাহা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আশিষ কুমার নাথ (৪৫), ডবলমুরিং মডেল থানার আসামি মোঃ নওশেদ আলম (৪৫), মোঃ মুন্না (২৮), ফয়েজ উল্লাহ ফয়সাল প্রকাশ কিং ফয়সল (২৫), বশির উদ্দিন সোহেল (৩২), আকবর শাহ থানার আসামি মোঃ মোস্তফা কামাল (৪২), মোঃ আকিব (৪৪), মোঃ আজিজ (৩৯), রিয়াজ সরকার (২৩), পতেঙ্গা মডেল থানার আসামি মোঃ আরিফুল ইসলাম (৩০), বাকলিয়া থানার আসামি আব্দুল জব্বার খন্দকার (৫৮), তৌহিদুল ইসলাম প্রকাশ রতি (২৫), আবরার হোসেন শাহারিয়া (২৪), মোঃ জাহেদুল ইসলাম (২১), মোঃ জাহিদুল আলম (২৬), ওসমান (৪০), পাহাড়তলী থানার আসামি ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড খ-ইউনিট সভাপতি মোঃ আক্তারুজ্জামান চৌধুরী (৪৫), চকবাজার থানার আসামি রাব্বি (২১), ইপিজেড থানার আসামি যুগ্ম সাধারণ সম্পাদক, ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ হারুনুর রশিদ (৪৮), মোসলেম উদ্দিন (৩৫), বন্দর থানার আসামি মোঃ নাজিম উদ্দিন (৪৫), কোতোয়ালী থানার আসামি মোঃ আকাশ (২০), মোঃ করিম উদ্দিন (৩৬), হালিশহর থানার আসামি মোঃ ইসরাফিল (১৯), বিকাশ চাকমা (৩৮), পাঁচলাইশ মডেল থানার আসামি মোঃ ফরহাদ (৩৩), বায়েজিদ বোস্তামী থানার আসামি মোঃ জাহাঙ্গীর (৩৪) ও খুলশী থানার আসামি মোঃ রিপন (৪০)।

প্রেস বিজ্ঞ‌প্তিতে জানানো হয়, উপরোক্ত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।