চন্দ্রঘোনা কেপিএম হরিমন্দিরে ৩ দিনব্যাপী অনুষ্ঠান শুরু

মোঃ নজরুল ইসলাম লাভলু,
কাপ্তাই (রাঙামাটি)।
কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা কেপিএম এলাকার কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রী হরিমন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রীশ্রী হরি বিগ্রহ ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫২ তম অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানের ১ম দিনের আলোচনা সভা বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ কাওয়ার মেহেদী।
কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রী হরিমন্দিরের সভাপতি প্রকৌশলী স্বপন কুমার সরকার এতে সভাপতিত্ব করেন। সভায় আরো বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, বিশিষ্ট ধর্ম চিন্তাবিদ দিপেন সাহা, মন্দিরের সহ- সভাপতি স্বপন সেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক তপন মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্দির বিষয়ক সম্পাদক আশু মল্লিক।
আলোচনা সভার শুরুতে মন্দির পরিচালনা পরিষদের সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ মল্লিকের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া তিনব্যাপী অনুষ্ঠানের ২য় ও ৩য় দিনে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।