মিরসরাইয়ে খাবার হোটেলসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে খাবার হোটেলসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ মার্চ) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

এসময় আলিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্যতালিকা হালনাগাদ না থাকায় দুটি মুদি দোকানের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।