ঈদগাঁওয়ে ভাদিতলা মাদরাসার এন্তেজামিয়া কমিটির সভা অনুষ্ঠিত

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মাদরাসা সাঈদ বিন যাঈদ রা. তাহফিজুল কুরআন ও এতিমখানার (ভাদিতলা মাদরাসা) এন্তেজামিয়া কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক মেম্বার হাফেজ জিয়াউল হক।

সভায় অভিভাবক সমাবেশ, সভা ও বার্ষিক পুরস্কার অনুষ্ঠান ব্যাপক আয়োজনের মাধ্যমে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করে দোয়া ও মুনাজাত করেন মাদরাসার পরিচালক ইমাম জাফর আলম।

বৈঠকে আলহাজ্ব ছগির আহমদ হেডম্যান, ঈদগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী আবু ছিদ্দিক,সহ সভাপতি সম্রাট জাহাঙ্গীর বাঙালি, শিক্ষক ও সাংবাদিক বদিউল আলম বাহাদুর, আলী হোসেন সরদার, মোহাম্মদ হোসেন দুলা মিয়া, প্রবাসী নুর ছৈয়দ, মাসুকুর রহমান সরদার, নুরুল আলম সরদার, হারুন অর রশিদ, সৈয়দ আহমদ সরদার, সৌদি প্রবাসী রমিজ উদ্দিন, বেলাল উদ্দিন, আব্দুর রহিম, আজিজুল হক হেডম্যান, বেলাল উদ্দিন, মাওলানা বেদারুল ইসলাম, হেলাল উদ্দিন সওদাগর, মোজাম্মেল হক সরদার, ডাঃ আজিম ও বোরহান উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ছাড়াও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।