কক্সবাজাারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ চারজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সমুদ্রসীমা, উপকূল এবং নদীর তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে একটি বড় গাঁজার চালান টেকনাফে প্রবেশ করবে।
এই তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন টেকনাফ স্থলবন্দর এলাকায় একটি ধূসর রঙের হাইস গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের আভিযানিক দল সেটি থামিয়ে তল্লাশি করে। তল্লাশিতে গাড়ির ভেতর থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং চারজন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন: মো. আব্দুল্লাহ (৩৪), মহিউদ্দীন (৩৫) ও ইসমাইল (২৫) – কুমিল্লা জেলা, মোহাম্মদ নূর (২৩) – টেকনাফ মুছনী রোহিঙ্গা ক্যাম্প।
কোস্ট গার্ডের কর্মকর্তা আরও জানান, জব্দকৃত গাঁজা, গাড়ি ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।