মহেশখালীতে অভিযানে সাজাপ্রাপ্ত আসামী আটক

মহেশখালী থানার পুলিশের বিশেষ অভিযানে হোয়ানক ইউনিয়ন মোহরাকাটা এলাকার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবুল কালামকে গ্রেপ্তার করা করেছে।

মহেশখালী থানা সূত্রে জানা যায়, মহেশখালী থানার ওসি মোঃ কাইছার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী-পিপিএম,এসআই মুজিবুর রহমান,এসআই জীবন দেব,সঙ্গীয় ফোর্সসহ ১৭ ফেব্রুয়ারী(সোমবার) গভীর রাতে মহেশখালী থানাধীন মোহরাকাটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

এই সময় দ্রুত বিচার নং-০৮/১৭ মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা এলাকার মৃত ছায়ফুর মুল্লুক এর পুত্র আবুল কালাম(৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে।

মহেশখালী থানার (ওসি)কাইছার হামিদ বলেন- দ্রুত বিচার নং-০৮/১৭ মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী আবুল কালাম (৪৫) কে গ্রেপ্তার করে মহেশখালী বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।