কক্সবাজারের উখিয়ায় ইনানীতে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।
সোমবার ( ১৭-ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ৯ টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী অঞ্চলের মো: শফিরবিলের আলম মার্কেটের পালংকি রেস্টুরেন্টের স্টাফ কোয়ার্টার থেকে ঝুলন্ত অবস্থায় ঐ যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ভিক্টিম যুবক জালিয়া পালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোহাম্মদ আলমের পুত্র মোহাম্মদ জুনায়েদ (২২)।
নিহত যুবকের মামা ব্যবসায়ী মোস্তফা কামাল জানান, নিহত জুনায়েদ পালংকি রেস্টুরেন্টে ওয়েটার পদে চাকরি করতো। সেদিন রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে ভিক্টিমের এক প্রকার কথা কাটাকাটি হয়। পরে তাকে চাকরিতে আসতে বারণ করা হয়। সে কি চাকরি চলে যাওয়ার ক্ষোভে আত্মহত্যা করেছেন নাকি প্রেমঘটিত কারনে আত্মহত্যা করেছেন বা অন্যকোন পরিকল্পিত খুনের শিকার হয়েছে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। তাই তার মৃত্যু নিয়ে রহস্য থেকেই যাচ্ছে। তাছাড়া লাশ উদ্ধারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও পাওয়া যায়নি। তাই তার মোবাইল ফোন উদ্ধারপূর্বক তার মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানাচ্ছি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক সুরতহাল শেষে মনে হয়েছে, ভিক্টিম জুনায়েদ ব্যক্তিগত কারণে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়না তদন্তে মৃত্যুর আসল রহস্য বের হয়ে আসবে। তাই ময়নাতদন্তের জন্যে নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া গ্রহণের পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।