চট্টগ্রাম আদালত থেকে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার হলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র মো. আইয়ুব বাবুল।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে জামিন চাইতে গেলে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
পটিয়া থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে হামলা ও গুলিবর্ষণসহ তার বিরুদ্ধে পটিয়া থানায় ৪টি মামলা রয়েছে।
আইয়ুব বাবুল পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্বে ছিলেন।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম মানিকের আদালতে এই আদেশ দেওয়া হয়।
চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক জানান, তিনটি মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। তিনটি মামলায় এজহারনামীয় আসামি ছিলেন তিনি।