কবি-কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরির পারিবারিক মিলনমেলা ও জন্মোৎসব পালিত

৭ নভেম্বর (শুক্রবার) কবি ও কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরি ও ইঞ্জিনিয়ার মরজিয়া খানম সিদ্দিকার উদ্যোগে মাওলানা মোহাম্মদ আলী পরিবারের মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালীর সর্বজনশ্রদ্ধেয় প্রবীন আলেমেদ্বীন আলহাজ মাওলানা মোহাম্মদ আলী। জসিম উদ্দিন মনছুরি, ইঞ্জিনিয়ার মরজিয়া খানম সিদ্দিকা (বিএসসি), আলহাজ শাহনাজ বেগম, ডা. মঈন উদ্দিন এফসিপিএস (রিউমেটোলজি), এডভোকেট বেলাল উদ্দিন, মাওলানা বোরহান উদ্দিন,আলহাজ সেলিমা আক্তারসহ বহু আত্মীয়-স্বজন।

অনুষ্ঠানে হতদরিদ্র ও এতিমদের খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে কেক কাটার মাধ্যমে মরজিয়া খানম সিদ্দিকার বড় সন্তান মোহাম্মদ মাহিদ আরহামের জন্মোৎসব পালন করা হয়। উল্লেখ্য যে মাহিদ আরহাম কবি ও কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরির ভাগিনা। অনুষ্ঠানে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় ১৬ডিসেম্বর ২০২৫ মাওলানা মোহাম্মদ আলী পরিবারের উদ্যোগে হতদরিদ্র ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে।

Oplus_16908288
বিশেষজ্ঞ ডা. হিসেবে উপস্থিত থাকবেন ডা. মঈন উদ্দিন ও ডা. তাকওয়া হকসহ বিশেষজ্ঞ চিকিৎসক টিম। আগ্রহীদের বিজ্ঞপ্তি মাধ্যমে নিবন্ধনের জন্য পরে জানানো হবে।