বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকা পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন ও আলোচনা সভা গত ২০ এপ্রিল সন্ধ্যায় লালদিঘী চসিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, পটিয়া ৯নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোঃ ইউছুফ আলী।
সার্বিক তত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক আল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ন সম্পাদক মোঃ একরামুল ইসলাম। এতে বক্তব্য রাখেন সমিতির কার্যকরী সভাপতি মীর মোস্তফা মিন্টু, সহ সভাপতি মোরশেদ আলম, ইমতিয়াজ রহমান, মোঃ শাহাবুদ্দিন, সাংগাঠনিক সম্পাদক মনির হোসেন, সাজ্জাদ হোসেন, অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন সাজ্জাদ, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, চট্টগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দ। এতে আরো উপস্থিত ছিলেন কণফুলী, আনোয়ার, বাশঁখালী চন্দনাইশ থানা কমিটির নেতৃবন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শ্রমিকরা সবসময় আমাদের উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার। শ্রমিকদের কল্যাণে আমি আমার সিটি কর্পোরেশন যথেষ্ট আন্তরিক। তিনি সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভিন্ন সমস্যা সমাধানে নিজ অবস্থান থেকে সাধ্যানুযায়ী সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।