ড. গিয়াস উদ্দিন তালুকদার সভাপতি ও ড. ফরিদুদ্দিন সম্পাদক নির্বাচিত
রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল (এম.এ.) মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর ২য় সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল ১৯ এপ্রিল (শনিবার) নগরীর পাঁচলাইশস্থ সুইস পার্কে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও সমাজকর্মী জনাব মুহাম্মদ আলা উদ্দিন সিকদার। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ ফরিদু্দ্িদন ফারুক ও সদস্য আহমদ ইমরানুল আজিজের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাহমুদ সিকদার হুমায়ূন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ সম্মেলন ও পুনর্মিলনী স্মারকের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজনীতিক ও শিক্ষানুরাগী জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মীর মুহাম্মদ জাহাঙ্গীর, রাজনীতিক ও সমাজকর্মী মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ, প্রাক্তন চেয়ারম্যান ও রাজনীতিক মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আ ন ম নুরুন্নবী, সাফওয়ান আল আজহারী, ইঞ্জিনিয়ার শফিউল আলম, কাজী ফারুক পেয়ারু, অ্যাডভোকেট জি এম সাইফুল ইসলাম প্রমুখ। এতে উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন, মাওলানা আবদুস সবুর আনসারী, মাওলানা আহমাদুর রহমান, মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসাইন, মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন, মাস্টার মুহাম্মদ নুরুল আমিন, মাওলানা জাকারিয়া সিরাজ, মাওলানা মুহাম্মদ শফিকুল কাদের তালুকদার, মুফতি মাহমুদুল হাসান, কাজী মুহাম্মদ এরফানুল হক, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ এরশাদুল আলম, মাওলানা ফারুক আহমেদ শাহীন, জনাব মুহাম্মদ ফরিদুল আলম, জনাব মুহাম্মদ ফোরকান এবং মাদরাসার শিক্ষকদের মাওলানা আবদুস শহীদ, মাওলানা কলিম উল্লাহ, মাওলানা সিদ্দিক আহমদ, মাওলানা আজিজুল ইসলাম প্রমুখ। এছাড়া দেশ বিদেশে ছড়িয়ে থাকা মাদরাসার অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সম্মেলন পর্বে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মাওলানা গোলাম সোবহান এবং নির্বাচন কমিশনার মাওলানা জমিল আহমদ আনসারী ও মাওলানা মুহাম্মদ আবু বকর সিকদার। এতে উপস্থিত সকলের সম্মতির ভিত্তিতে আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক, মাদরাসার কৃতী শিক্ষার্থী প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক, মাদরাসার কৃতী ছাত্র প্রফেসর ড. মুহাম্মদ ফরিদু্দ্িদন ফারুক। ২১ সদস্যের কার্যকরী পরিষদের বাকি পদগুলো ঘোষণার জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মেলনের পক্ষ থেকে ক্ষমতা অর্পণ করা হয়।
সম্মেলন ও পুনর্মিলনীতে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল, সুন্দর ও আকর্ষণীয় করায় মাদরাসার প্রাক্তন ছাত্র-ছাত্রী, আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মুহাম্মদ ফরিদু্দ্িদন ফারুক।











