৯০ গণঅভ্যুত্থানের মত যেন জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ না হয়: নাহিদ ইসলাম

বিদ্যমান ব্যবস্থায় সংস্কার ছাড়া রাষ্ট্রের ক্ষমতাসীনদের ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠকের পর তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিদ্যমান ব্যবস্থায় যে-ই রাষ্ট্রের ক্ষমতায় যাক তার ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ রয়েছে। বিদ্যমান ব্যবস্থায় সংস্কার ছাড়া রাষ্ট্রের ক্ষমতাসীনদের ফ্যাসিবাদী হয়ে ওঠার পথ বন্ধ করা সম্ভব নয়।

সংস্কারে বিচারব্যবস্থা, নির্বাচন ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ মোট আটজন উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২৩ মার্চ সংস্কার কমিশনের সুপারিশের ওপর জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত মতামত দেয় এনসিপি।

সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয় গত ১৫ ফেব্রুয়ারি। প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এ পর্যন্ত সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ৩৪টি দলের কাছ থেকে মতামত পেয়েছে কমিশন।

সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন।