চট্টগ্রামে দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ১

চট্টগ্রাম নগরীর বারিকবিল্ডিং এলাকায় অভিযানে গিয়ে ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হওয়ার মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরিফ হোসেন ওরফে মেহেদী হাসান দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের মামলার এজাহারভুক্ত আসামি।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডাকাতির প্রস্তুতিকালে আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির মামলা করা হবে।

পুলিশ সূত্র জানায়, নগরের বারিকবিল্ডিং মোড়ে সীমানা দেয়াল ঘেরা একটি পরিত্যক্ত জায়গায় আস্তানা গাড়ে ছিনতাইকারীরা। নগরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে সেখানে গিয়ে ভাগবাটোয়ারা করেন তারা। এছাড়া সেখানে মাদকও সেবন করেন। ২৫ ফেব্রুয়ারি ছিনতাইকারীরা আস্তানায় অবস্থান করছে এমন তথ্য পেয়ে অভিযানে যায় ডবলমুরিং থানা-পুলিশের একটি টিম। এ সময় সেখানে ছয়জন ছিনতাইকারী ছিলেন। দু’জনকে ধরতে পারলেও বাকিরা পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছুরিকাঘাতে এসআই আহলাদ ইবনে জামিল ও মো. নজরুল ইসলাম আহত হয়েছেন। ওই ঘটনার মামলায় এজাহারভুক্ত আসামি আরিফ হোসেন।