মহল মার্কেটের সম্মুখে ময়লার সেকেন্ডারি স্টেশন শেডের উদ্বোধন করেন মেয়র

নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডস্থ লালদিঘি পাড় মহল মার্কেটের সম্মুখে ময়লার সেকেন্ডারি স্টেশনের নবনির্মিত শেড উদ্বোধন করেন সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

এসময় মেয়র বলেন, ওয়ার্ডের বিভিন্ন জায়গা ও অলিগলির ময়লা সংগ্রহ করে খোলা জায়গায় রাখা হতো এবং এ ময়লা-আর্বজন গুলো পথচারীদের চলাচলে ব্যাঘাত সৃস্টি করতো ও দুগন্ধ ছড়াতো। এই এসটিএস নির্মাণের ফলে এখন আর ময়লা আর্বজনার কারণে পথচারীদের চলাচলে কোন সমস্যা হবে না এবং দুর্গন্ধ ছড়াবেনা। তিনি বলেন, এ শহর আমার আপনার সবার। ভবিষ্যৎ প্রজম্মকে গ্রীন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি উপহার দিতে সকলের সহযোগিতা চাই।

এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের উপ-প্রধান পরিছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, মোঃ হাসান, মো. রাশেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।